Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমে সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ দিনব্যাপী মানবিক কার্যক্রম

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে সেনা জোনের উদ্যোগে রবিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, মতবিনিময় সভা, শুভেচ্ছা উপহার প্রদান, খেলাধুলার সামগ্রী ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ মানবিক কর্মসূচিতে শতাধিক ম্রো নারী-পুরুষ ও শিক্ষার্থী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। তিনি ম্রো জনগোষ্ঠীর জীবনযাপন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক চাহিদা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির এবং কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো।

এসময় রিজিয়ন কমান্ডার ম্রো শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও বই বিতরণ করেন। পাশাপাশি ম্রো কল্যাণ ছাত্রবাসের ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা উপহার এবং উপস্থিত ম্রো সম্প্রদায়ের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। সহায়তা পেয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের ছাপ দেখা যায়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর চিকিৎসক দল সাধারণ চিকিৎসা, শিশু ও মাতৃস্বাস্থ্য, ডেন্টাল সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য এ চিকিৎসাসেবা বিশেষ সহায়তা হিসেবে কাজ করছে।

স্থানীয় ম্রো জনগোষ্ঠীর সদস্যরা জানান, সেনাবাহিনীর এসব মানবিক উদ্যোগ তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনছে। দিনব্যাপী আয়োজনে সেনা জোনের কর্মকর্তা, বিভিন্ন র‌্যাংকের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।