আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে সেনা জোনের উদ্যোগে রবিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, মতবিনিময় সভা, শুভেচ্ছা উপহার প্রদান, খেলাধুলার সামগ্রী ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ মানবিক কর্মসূচিতে শতাধিক ম্রো নারী-পুরুষ ও শিক্ষার্থী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। তিনি ম্রো জনগোষ্ঠীর জীবনযাপন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মৌলিক চাহিদা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির এবং কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো।
এসময় রিজিয়ন কমান্ডার ম্রো শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও বই বিতরণ করেন। পাশাপাশি ম্রো কল্যাণ ছাত্রবাসের ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা উপহার এবং উপস্থিত ম্রো সম্প্রদায়ের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। সহায়তা পেয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের ছাপ দেখা যায়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর চিকিৎসক দল সাধারণ চিকিৎসা, শিশু ও মাতৃস্বাস্থ্য, ডেন্টাল সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য এ চিকিৎসাসেবা বিশেষ সহায়তা হিসেবে কাজ করছে।
স্থানীয় ম্রো জনগোষ্ঠীর সদস্যরা জানান, সেনাবাহিনীর এসব মানবিক উদ্যোগ তাদের জীবনে বাস্তব পরিবর্তন আনছে। দিনব্যাপী আয়োজনে সেনা জোনের কর্মকর্তা, বিভিন্ন র্যাংকের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.