আবিদ হাসান, হরিরামপুর, মানিকগঞ্জ,
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হরিরামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি লুতফর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার (১৪ নভেম্বর ) রাতে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হলেও অভিযান শেষে শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়েছে বলে জানান মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আব্দুল্লাহ আল মামুন।
অতিরিক্ত পুলিশ সুপার মামুন জানান, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো মোশাররফ হোসেনের নেতৃত্বে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হলেও রাত ও দিনে অভিযান শেষে শনিবার তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
রবিবার সকালে তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
মামলার নথিপত্রের বরাতে হরিরামপুর থানা ওসি মো. মজিবুর রহমান বলেন, ২০২২ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান হচ্ছিল জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাসভবনে।
সেখানে হামলা, ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের মারধরের ঘটনায় হরিরামপুর থানায় ৮৬ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে ২০২৪ সালের ৩১ অক্টোবর মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ভিপি দুলাল। সে মামলার আসামী লুতফর। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন লুতফর।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.