বেনাপোল(যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসের অভিযোগে সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি উচ্ছেদ করলে তারা নিরাপত্তার স্বার্থে বিএসএফের শরণাপন্ন হয়ে দেশে ফেরার আবেদন করেন।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা নাগরিকরা হলেন—হোসেন আলী (২৫), হাফিজুর রহমান (৩১), বাবলুর রহমান (৪২), আব্দুল হান্নান (৬০), তাইজুল ইসলাম (৪৩), আমিনুর রহমান (৫৬), আব্দুল্লাহ আল মামুন (২৯), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), রেশমা খাতুন (২৮), আজমিরা (৫), তাহামিনা বেগম (৩০), জান্নাতুল বুশরা (৮), নাসিমা খাতুন (৪১) ও শেফালী খাতুন (৩৬)। তাদের বাড়ি খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায়।
ফেরত আসা হোসেন আলী জানান, পাঁচ থেকে সাত বছর আগে কর্মসংস্থানের উদ্দেশে তারা ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। কিন্তু সম্প্রতি দেশটিতে ‘এসআইআর’ নীতি চালুর পর অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হয়। এতে তাদের ঘরবাড়ি ভেঙে দিলে বাধ্য হয়ে তারা বিএসএফের কাছে আত্মসমর্পণ করেন।
তারা বলেন, যাদের ভোটার তালিকায় নাম নেই তাদের একে একে উচ্ছেদ করা হচ্ছে। ব্যাংক হিসাব পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। অনেকেই নিরুপায় হয়ে দেশে ফিরছেন।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র যাচাই-বাছাই করে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করার পর বিএসএফের কাছ থেকে গ্রহণ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, বিজিবির হস্তান্তরের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রাতেই তাদের স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.