মনিরামপুর (যশোর) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষের পক্ষে শনিবার বিকেলে যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোডাউন, প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নেহালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে নয়াবাজারে বিএনপির উদ্যোগে প্রচার মিছিল ও সমাবেশে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, ফারুক হোসেন, আজিবর রহমান, নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: বজলুর রহমান, বিএনপির নেতা জি এম খলিলুর রহমান, নাজমুল হুদা, রফিকুল ইসলাম মোড়ল, হরিচাঁদ মল্লিক, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার হামিদুল ইসলাম, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হারুন -আর- রশিদ , আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোক্তার আলী, আইয়ুর আলী, মিজানুর রহমান, পৌর আহবায়ক আব্বাস আলী, মাসুদ পারভেজ রুবেল, জি এম মিঠুন পারভেজ, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ।
অপরদিকে একইদিন বিকালে বাংলাদেশ জামায়াত ইসলামী মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন শাখার আয়োজনে দাঁড়ি পাল্লা মার্কার পক্ষে মোটরসাইকেল বহরে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী যশোর জেলার কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, নেহালপুর ইউনিয়ন সভাপতি আবু তালহা, সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদসহ প্রমুখ।
মনিরামপুরে জ্ঞান ভিত্তিক রচনা প্রতিযোগীতায় বিজয়ীরা পেল কৃতিত্বের সনদ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে জ্ঞান ভিত্তিক রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মুন্সিখানপুর এলাকায় খামারবাড়ি পাবলিক লাইব্রেরী উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাইব্রেরির সভাপতি মতিয়ার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, লাইব্রেরির আজীবন সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, প্রতিষ্ঠাকালীন সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, সহসভাপতি এ্যাড. মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিয়ার রহমান খান, লাইব্রেরির সদস্য প্রভাষক দৌলত হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন খামারবাড়ি পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক জমিরুল ইসলাম। লাইব্রেরির সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক মহিবুল্লাহ, মোস্তাফিজুর রহমান, মশিয়ার রহমান গাজী, সেলিম খান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, তানভীর হাসান খান প্রমূখ। সম্প্রতি, জ্ঞান ভিত্তিক রচনা প্রতিযোগীতা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। এদিন বিজয়ীদের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, কৃৃতিত্বের সনদপত্র ও শিক্ষামূলক বই তুলে দেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.