নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ হাসানুল কবিরের বিরুদ্ধে তার স্ত্রী মোছা সাদিয়া কানিজ সিদ্দিকা বৃষ্টি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ১১ গ ৩০ ধারায় মামলা দায়ের করেছেন।
রোববার (১৬ নভেম্বর) মামলাটি গ্রহণ করেন বিজ্ঞ আমলী আদালত কালিয়ার বিচারক মারুফ হাসান। তদন্তভার প্রদান করা হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরকে। মামলা নং: এমপি ১০১/২৫ (কালিয়া)।
এজাহার অনুযায়ী, গত ১৯ অক্টোবর কালিয়া পৌরসভার রেস্ট হাউসের তৃতীয় তলায় বাদী নির্যাতনের শিকার হন। বিবাহিত জীবনে আসামী অন্য মহিলার সঙ্গে সম্পর্কের কারণে বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। এছাড়া প্রাইভেটকার কেনার অজুহাতে যৌতুক হিসেবে ২৫ লক্ষ টাকা দাবি ও অস্বীকৃতির কারণে নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
মামলায় সাক্ষী হিসেবে উল্লেখ রয়েছে বাদীর পিতা ও কন্যাসহ কয়েকজনের নাম। এ বিষয়ে মোঃ হাসানুল কবির অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, “বাদী কৌশলে আমার সম্পত্তি লিখে নিয়েছে; পরকীয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.