কুলিয়ারচর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী বাজারে বিএনপি কার্যালয়ে (জিয়া পরিষদ কার্যালয়) অগ্নিসংযোগের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ এবং আরও ৩০-৪০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) রাতে ছয়সূতী ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাসেল মিয়া কুলিয়ারচর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেনু মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ১৪ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা জিয়া পরিষদের দু’চালা টিনশেড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
এ সময় অফিসের প্লাস্টিকের চেয়ার, কাঠের টেবিল, অফিস চেয়ার, সিলিং ফ্যান, ৪২ ইঞ্চি এলইডি টিভি, বিএনপি নেতৃবৃন্দের ছবি ও নানান মালপত্র ভাঙচুর করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
অগ্নিকাণ্ডে অফিসের সমস্ত কাগজপত্রসহ প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাদী তার অভিযোগে উল্লেখ করেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, “জিয়া পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর-৯, তারিখ: ১৬ নভেম্বর ২০২৫। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।”

