বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে জাটকা ইলিশে সয়লাব বাজার,তদারকি নেই প্রশাসনের শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে উপজেলা মৎস্য কর্মকর্তার
মাছের বাজারে করেছেন অভিযান পরিচালনা।
রবিবার (১৬ নভেম্বর ) বেলা সাড়ে বারোটায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া মাছ বাজারে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত ফেইসবুক আইডি uno Bakerganj ( উপজেলা প্রশাসন বাকেরগঞ্জ) থেকে সন্ধ্যা ছয়টায় পোস্ট করেন।
অভিযানের নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম ।
এ অভিযানের বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার বলেন, আমরা জানতে পেরেছি উপজেলার বোয়ালিয়া বাজারে জাটকা ইলিশ ক্রয়- বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে জাটকা মাছ বিক্রির অপরাধে খুচরা মাছ বিক্রেতা ৩ জনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন অনুযায়ী ১০০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন মাছের বাজারে জাটকা সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।
তবে স্থানীয়রা বলেন, উপজেলা নাকের ডগায় এম এ বাড়ি বাজাে মাছের আড়ত রয়েছে প্রতিদিন ভোর রাত থেকে সকাল দশটা পর্যন্ত মনকে মন জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় হয়, সেখানে সকালে অভিযান পরিচালনা করলে অনেক জাটকা ইলিশ পাইতো। দুপুর বারোটার দিকে দায়সারা অভিযান পরিচালনা করা মানে লোক দেখানো।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের যখন সময় হয়েছে তখন অভিযান করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.