যশোর প্রতিনিধি
যশোরে বেসরকারি একটি হাসপাতালে সদ্য ভূমিষ্ট এক শিশুর মুখে ‘আল্লাহ, আল্লাহ’ ডাক শোনা গেছে। জন্মের তিনদিন পর রোববার (১৬ নভেম্বর) এমন একটি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা শিশুটির দীর্ঘায়ু কামনা করে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
জানা গেছে, গত ১৩ নভেম্বর যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আরিচপুর গ্রামের আল মামুনের স্ত্রী মোমেনা খাতুনকে মাতৃসেবা ক্লিনিকে ভর্তি করা হয়।
রাতে ডা. সোনিয়া শারমিন তার সিজারিয়ান অস্ত্রোপচার করেন। জন্মের সাথেই শিশুটি মুখে ‘আল্লাহ, আল্লাহ’ চিৎকার করতে থাকেন। এ ঘটনায় অস্ত্রোপচার কক্ষে দায়িত্বরত চিকিৎসক ও সেবিকারা অবাক হন।
রোববার শিশুর এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি এখন অনেকের মুখে মুখে।
মাতৃসেবা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম জানান, সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নার মধ্যে ‘আল্লাহ,আল্লাহ’ যেন অলৌকিক ঘটনা। আল্লাহ শিশুটিকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুণ।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মসজিদের ইমাম ও হাফেজ মাওলানা আব্দুল গনি খান জানান, ভিডিওতে শিশুটির কান্নার আওয়াজের মাঝে স্পষ্টভাবে ‘আল্লাহ আল্লাহ’ ডাক শোনা যাচ্ছে। মহান আল্লাহ সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক। তার পক্ষে সকল কিছু সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.