Nabadhara
ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা

যশোর প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের মালঞ্চিতে রাস্তায় একটি গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রাত ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে।

তবে দ্রুত গাছ সরিয়ে চলাচল স্বাভাবিক করেছে হাইওয়ে পুলিশ ও চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে পুলিশের ওসি মহাসিন হোসেন।

এদিকে, রাতেই যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল তার ফেসবুকে এ ভিডিও শেয়ার করেছেন। এছাড়াও তিনি দাবি করেছেন যশোর-খুলনা মহাসড়কেও বালি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার ওসি মহাসিন হোসেন বলেন, কে বা কারা একটি ছোট রেন্ট্রি গাছ কেটে রাস্তার ওপর ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালায়। গাছটি রাস্তার পাশের না। কাটা গাছ এনে ফেলা হয়। তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে যান। চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরাও সেখানে পৌঁছান। দ্রুতই তারা গাছটি সরিয়ে রাস্তা চলাচল স্বাভাবিক করে। তিনি আরও বলেন, তাদের টহল জোরদার করা হয়েছে।

এদিকে, এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করীম বলেন, তার সীমানা রাজারহাট থেকে ফুলতলা হাইওয়ে পর্যন্ত। তার সীমানার মধ্যে বালি ফেলে রাস্তা অবরোধের কোনো ঘটনা ঘটেনি। রাতভর টহল জোরদার ছিল বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার দিন আজ ধার্য করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চালানো হচ্ছে। যশোরে রাতে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ে। গুজব ওঠে টার্মিনাল এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।