শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
এক কর্পোরেশন এক কমিশন সহ ৫ দফা দাবিতে নরসিংদীর পলাশে গেইট মিটিং ও মানববন্ধন করেছে ঘোড়াশাল পলাশ সার কারখানার কর্মরত শ্রমিক কর্মচারিরা।
আজ সোমবার (১৭ নভেম্বর ) সকালে কারখানাটির প্রধান গেইটের সামনে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে মানববন্ধনে এমপ্লয়ীজ ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন, প্রশাসনে এখনো ফ্যাসিষ্ট সরকারের দালালরা অবস্থান করছে এবং বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করে শ্রমিক কর্মচারীদের পদোন্নতি জটিলতা তৈরি করেছে, আগামী ১৪ কর্ম দিবসের মধ্যে ১৩৭ জনের অটো পদোন্নতি ও ৯৯ জনের সাধারণ পদোন্নতি ও ২৪ ঘন্টার মধ্যে ইউরিয়া প্লান্ট ইনচার্জকে অপসারনের দাবি করেন তিনি,
এছাড়াও বক্তারা ৫ শতাংশ ও ১৫ শতাংশ বিশেষ প্রনোদনা দ্রুত বাস্তবায়ন ও প্লান্ট অনুযায়ী সেট-আপ পূনঃনির্ধারণ ও উল্লেখিত সকল দাবি না মানা হলে এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি প্রদান করেন । এবং আন্দোলনের ফলে কারখানায় উৎপাদনশীলতায় ব্যাঘাত ঘটলে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে বলে জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এমপ্লয়িজ ইউনিয়নের সহ-সভাপতি ইফতেখারুল হক গাজী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র দাস, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি ও বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন ভূইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে শ্রমিক কর্মচারিরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সার কারখানার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.