ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় কঠোর ও নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়াও পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
সোমবার(১৭ নভেম্বর) সকাল থেকেই ভাঙ্গা গোল চত্বরসহ ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি, যান চলাচল রয়েছে সম্পূর্ণ স্বাভাবিক।
সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা গোলচত্বর পরিদর্শনে আসেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় পুলিশ সুপার মো. আব্দুল জলিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, জনসাধারণের জানমাল রক্ষা ও নিরাপত্তায় সব ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে চার প্লাটুন বিজিবি সদস্য ছাড়াও পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত আছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.