রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের এমএসই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ইকবাল হোসেনের মরাদেহ দুইদিন পর রবিবার (১৬ নভেম্বর) বিকালে উদ্ধার করেছে ডুবুরিরা।
তিনি বান্দরবানে ঘুরতে গিয়ে পা পিছলে ঝরনার পানিতে পড়ে নিখোঁজ হন।
গত শুক্রবার (১৪ নভেম্বর) বিপ্লবসহ ১৭ জনের একটি দল ঢাকার ডেমরা থেকে বান্দরবানের থানচিতে ঘুরতে গিয়েছিল। তারা প্রশাসনের নিষিদ্ধ ভ্রমণ এলাকা নাফাখুম ঝরনায় স্থানীয় গাইড ছাড়াই ঘুরতে গেলে বিপ্লব পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হন।
থানচি ফায়ার ডিফেন্সের কর্মকর্তা রাশিদুর রহমান মৃদা বলেন, রবিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে নাফাখুম জলপ্রপাতের পানির নিচ থেকে ইকবালের লাশ উদ্ধার করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

