Nabadhara
ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও ছাত্রীবৃত্তি প্রদান

রাজু দত্ত (মৌলভীবাজার) প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজু দত্ত (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছলিমগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও ছাত্রীবৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১৭নভেম্বর) তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হল রুমে উপজেলার ১১টি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষক রুনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সুত্রধর।

তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আহসান কবির চৌধুরী (রিপন)।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সফাত আলী সিনিয়র মাদ্রাসার সহযোগী অধ্যাপক সেলিম আহমেদ চৌধুরী, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো: সালাহ উদ্দিন, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালমান আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক সালাউদ্দিন শুভ, মোঃ মোনায়েম খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আহসান কবির চৌধুরী কর্তৃক সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা উপকরণ, ছাত্রীবৃত্তি ও অন্যান্য সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের আরও মনোযোগী ও আগ্রহী করে তুলবে বলে তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দেবনাথ, মোঃ মুসাহিদ আলী, মোহাম্মদ আইয়ুব আলী, মোঃ ফরিদ মিয়া মোরশেদা খানম, পারভিন সুলতানা, বিদ্যামনি শর্মা, বজন্তী রানী দেবী, ভারতি রানী দেবী, আলতাব আলী, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত (বুলবুল), ইউপি সদস্য তোফাজ্জল করিম চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রব শামীম, আনোয়ার ফারুক চৌধুরী, সিদ্দিকুর রহমান চৌধুরী, সোহেল চৌধুরী, নুরুল চৌধুরী, লালন চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, লিটন দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষা উপকরণ ও ছাত্রীবৃত্তি গ্রহণ করে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।