নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলা এলজিইডি দপ্তরের উপ–সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিকের ঘুষ নেওয়ার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার ও সোমবার বিভিন্ন ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশ পেলে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়—একজন ঠিকাদারের দেওয়া একটি ফাইলের ভেতর থেকে তিনি টাকার বান্ডিল বের করে ড্রয়ারে রাখছেন। এ ঘটনার পর থেকেই স্থানীয় ঠিকাদার, সুধীজনসহ জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নান্দাইলে কর্মরত থেকে উপ–সহকারী প্রকৌশলী শফিক একটি সিন্ডিকেট তৈরি করে নিয়মিত ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। তাঁর তত্ত্বাবধানে থাকা বিভিন্ন ঠিকাদারি কাজে সিডিউল বহির্ভূত কাজ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তুলেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে—কোনো কাজ সিডিউল অনুযায়ী না হলেও তিনি প্রয়োজনীয় তদারকি করেন না এবং বহু উন্নয়নমূলক প্রকল্প সময়মতো শেষ না হওয়ায় নান্দাইলের উন্নয়ন ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় অভিজ্ঞ মহল উপ–সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিককে নান্দাইল থেকে অবিলম্বে অন্যত্র বদলি ও ঘটনার তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সোমবার উপ–সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য নান্দাইল এলজিইডি অফিসে গেলে তাঁকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.