মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে প্রথমবারের মতো সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের মধ্যে সংক্ষিপ্ত আদালত (সামারি ট্রায়াল) পরিচালনার বিচারিক ক্ষমতা অর্পণ করেছেন জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) সাব্বির মাহমুদ চৌধুরী। সোমবার (১৭ নভেম্বর) থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, রবিবার সিজেএম কার্যালয়ের প্রশাসন শাখা থেকে জারি হওয়া এক অফিস আদেশে আমল গ্রহণকারী আদালতসমূহে কর্মরত ম্যাজিস্ট্রেটদের নিজ নিজ আমলী অধিক্ষেত্রে সামারি ট্রায়ালযোগ্য মামলা সরাসরি বিচার গ্রহণের ক্ষমতা প্রদান করা হয়। জনস্বার্থ ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
আদালত সূত্র আরও জানায়, সামারি ট্রায়াল পদ্ধতির মাধ্যমে ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে আসামির স্বীকারোক্তি বা সাক্ষীদের জবানবন্দি-জেরা গ্রহণ করে একই অধিবেশনে মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে। ফলে স্বল্পতম সময়ে রায় প্রদান ও বিচার সেবা সহজতর হবে বলে আশা করা হচ্ছে।
মোবাইল কোর্টের মাধ্যমে যেখানে শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটের সম্মুখে সংঘটিত অপরাধ ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে সাজা দেওয়া যায়—সেখানে সামারি ট্রায়ালে এসব বাধ্যবাধকতা নেই। আসামি স্বীকার না করলেও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারিক ম্যাজিস্ট্রেট রায় দিতে পারবেন। ফলে দ্রুত মামলা নিষ্পত্তি ও বিচারব্যবস্থার ওপর চাপ কমবে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী বলেন,“সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারিক ক্ষমতা প্রদান অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। এতে মামলা জট কমবে, বিচারপ্রার্থীর ভোগান্তি কমবে এবং অপরাধের দ্রুত বিচার নিশ্চিত হবে।”
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবু হানিফ জানান,“রবিবার সিজেএম স্যারের স্বাক্ষরিত অফিস আদেশ চূড়ান্ত হয়েছে। সোমবার থেকেই সংক্ষিপ্ত আদালতের কার্যক্রম শুরু হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.