দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আলোচনা সভা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ রিসোর্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী এবং দেবহাটা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক।
ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে পারে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নৈতিকতা রক্ষার প্রতি তারা সবাই গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে পিকনিক ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.