ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এসএন তরুণ দে। তিনি জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেন মাঠ প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, বিশিষ্ট মুরুব্বি শেখ নিজাম উদ্দিন ও আসাদ মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। পরে ক্ষুদে শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন। সমাজসেবক হাজী নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল মজিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রাকিব মিয়া, যুবদল নেতা পারভেজ আলম, কালীকচ্ছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আতাউল্লা, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক প্রমুখ।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।

