নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস, ওএমএস (টিসিবি) ও ভিডব্লিউভি খাতে গুণগত মানসম্পন্ন খাদ্যশস্য বিতরণ নিশ্চিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহ. আব্দুর রহিম, থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন, মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, উপজেলা খাদ্য কর্মকর্তা সেলিম আহমেদ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু রায়হান, আয়ূবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আলতাফ হোসেন, দুলালপুর ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা, পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ উপজেলার সকল ডিলারগণ উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও মোছা: ফারজানা ইয়াসমিন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ওএমএস খাদ্যশস্য বিক্রির আগে মাইকিং করতে হবে। এটি ওএমএস নীতিমালা অনুযায়ী একটি বাধ্যতামূলক প্রচার প্রচারণা এবং ডিলারকে নিজ খরচে বিক্রয় কেন্দ্রের আশেপাশে এই কাজটি করতে হবে। অনিয়ম করলে ডিলারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং ডিলারশিপ বাতিল করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.