সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় এক সাংবাদিকের বাড়ির ক্লপসিগেট ভেঙে দুটি মোটর সাইকেল চুরি হয়েছে। সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ার বাসিন্দা সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিসের বাড়িতে এই ঘটনা ঘটে।
এবিষয়ে ওই সাংবাদিক সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। বায়েজিদ নম্বর নং ১০৬৭। তারিখ -১৭-১১-২০২৫
জানা গেছে, রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে তার বাসার সামনে নিজস্ব কালো রঙের হিরো স্পিলিন্ডার ( রেজিস্ট্রেশন নং— সাতক্ষীরা হ ১৮—৩২৬৪ ও ভাড়াটিয়া মোঃ আব্দুস সামাদের লাল হিরো স্পিলিন্ডার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নং— সাতক্ষীরা হ ১৫—৬৮৫৩ মোটরসাইকেল ২টি রেখে ঘুমিয়ে পড়েন।
এরপর সোমবার (১৭ নভেম্বর) ভোরে সাংবাদিক ঈদুজ্জামান ইদ্রিস বাসার বাইরে এসে দেখেন, তাদের রাখা মোটরসাইকেল দুটি চুরি হয়ে গেছে।
তিনি বলেন, ক্লপসিগেটের ও পাচিলের তালা ভেঙে মোটরসাইকেল দুটি চুরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.