Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে কর্মবিরতি

টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রতিনিধি 
নভেম্বর ১৮, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রতিনিধি 

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতিসহ কয়েকটি দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়া সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে কলেজ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা জানান, ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের ২ হাজার ৩৯৯ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতির যোগ্য হলেও গত ১৭ মাস ধরে এ প্রক্রিয়া বন্ধ রয়েছে। ২০২৫ সালের ৪ জুন অনুষ্ঠিত ডিপিসি বৈঠকও বাস্তবায়িত হয়নি। আত্মীকৃত শিক্ষকদের মামলার কথা তুলে পদোন্নতি আটকে রাখার কথা বলা হলেও আদালতের কোনো আদেশেই পদোন্নতি স্থগিত করার নির্দেশ নেই বলে দাবি করেন তারা।

 

বক্তারা অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতায় শিক্ষা ক্যাডারের যোগ্য কর্মকর্তারা বঞ্চিত হচ্ছেন। অন্য ক্যাডারের একই ব্যাচের কর্মকর্তারা ইতোমধ্যে প্রথম পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারের প্রভাষকরা এখনও অপেক্ষায়—যা চরম বৈষম্য ও অন্যায় বলে মন্তব্য করেন তারা। এতে তারা সামাজিক, মানবিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও জানান।

 

মানববন্ধনে দুই দফা দাবি জানানো হয়—

১. যোগ্য সব প্রভাষকের পদোন্নতির জিও দ্রুত জারি করতে হবে।

২. সময়মতো পদোন্নতি না দিলে “No promotion, no work” কর্মসূচি চলমান থাকবে।

 

শিক্ষকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক দাবি দ্রুত মেনে না নিলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরাও জানান, শিক্ষকদের দাবি পূরণ হলে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হবে এবং শিক্ষার ক্ষতিও কমবে।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন—টুঙ্গিপাড়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদ মিয়া, দর্শন বিভাগের প্রভাষক বিশ্বজিৎ বিশ্বাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জুয়েল লস্কর, সমাজকর্ম বিভাগের প্রভাষক রাকিবুল হাসান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইমরান হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের মাসুদ রানা, অর্থনীতি বিভাগের আলী আহম্মদ, ইসলামের ইতিহাস বিভাগের গোবিন্দ মন্ডল এবং জীববিজ্ঞান বিভাগের মোজাম্মেল হোসেন লিমন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।