জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী ( ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে যুবক হত্যার ঘটনায় নুরুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার( ১৭ নভেম্বর ) বিকালে চরচান্দিয়া ইউনিয়নের পশ্চিম চরচান্দিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে ওই ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের মো. হানিফের ছেলে। তিনি পুলিশি অভিযানের খবর পেয়ে ধান ক্ষেতে লুকিয়েছিলেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়, ১৬ নভেম্বর রাত আটটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মনোরঞ্জন দাস (২৫) নামে এক অটোরিকশা চালককে জবাই করে হত্যা করে।
সে চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের কলাবগান রাখাল ডাক্তার বাড়ির জোবেন্দ্র দাসের ছেলে। পরিাবার ও পুলিশের দাবি সোনাগাজী পৌর শহর থেকে ব্যাটারি চালিত অটোরিকশাটি ছোট ফেনী নদীর সাহেবের ঘাট ব্রিজের ওপর যাওয়ার কথা বলে ভাড়া করে দুর্বৃত্তরা। সেখানে ব্রিজ পার হয়ে রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায় তারা।
চালক বাধা দিলে তাকে ধারালে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে অটোরিকশা সহ খালের পাশে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তার ভাই রাখাল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।সিসি টিভির ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নুরুল ইসলাম রাজুকে গ্রেফতার করেন।
দুই মাস পূর্বে একটি এনজিও থেকে ঋণ নিয়ে মনোরঞ্জন রিকশাটি কিনেছিলেন। রোববার সন্ধ্যায় বাড়ি থেকে রিকশাটি নিয়ে বের হয়েছিলেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.