ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর উপজেলা পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বর ও তাঁর ভাই সিদ্দিক মাতুব্বরের বাড়িতে মঙ্গলবার (১৮ নভেম্বর) দ্বিতীয় দফায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়েনদিয়া বাজার সংলগ্ন পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার বসতভিটার পাশেই তার ছোট ভাই সিদ্দিক মাতুব্বরের এল-সিস্টেমের ফুল ওয়াল বিশিষ্ট টিনসেট ঘরের বেশিরভাগ জায়গায় ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা ঘরের আসবাবপত্রও তছনছ করেছে। এছাড়া চেয়ারম্যান মান্নান মাতুব্বরের একতলা ভবনের প্রধান ফটকের সামনের ওয়ালের কিছু অংশও ভেঙে ফেলা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুর আত্মীয়-স্বজন এবং ময়েনদিয়া বাজার এলাকার সমর্থকরা এই হামলায় অংশ নিয়েছে। সিদ্দিক মাতুব্বর জানান, তার ভাই ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বর ওই মামলার সাক্ষী ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে দুই পরিবারের সদস্যরা বাড়ি ছাড়া ছিলেন।
অভিযোগ অস্বীকার করে আবুল কালাম আজাদের ছেলে মাসুম বিল্লাহ বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, “আমরা জানি, আমাদের পরিবারের সাথে কোন সাক্ষীর সম্পর্ক খারাপ নয়। তবে এ এলাকায় কোনো কিছু ঘটলেই আমাদের জড়িয়ে দেওয়া হয়।”
জানা গেছে, গত বছরের ১৭ অক্টোবর প্রথম দফায় একই বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মামলা দায়ের করা হয়। সোমবার দ্বিতীয় দফায় হামলা ও ভাংচুরের ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসন হতবাক। ময়েনদিয়া বাজার সমিতির সভাপতি মো. মাহবুব হাসান সজিব জানান, তিনি স্থানীয় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে বাইরে থাকার সময় রাতে ঘটনাটি ঘটে।
ডহর নগর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক আল আমীন জানিয়েছেন, তিনি ভাঙ্গা এলাকায় দায়িত্বে ছিলেন। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানিয়েছেন, ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.