যশোর প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, “হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের স্বাধীনতা এখন প্রশ্নের মুখোমুখি। এই অর্জন টিকিয়ে রাখতে গণভোটে জুলাইয়ের পক্ষে শক্তিগুলোকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।” মঙ্গলবার রাতে যশোর প্রেসক্লাবে জেলা খেলাফত মজলিসের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহর সঞ্চালনায় মামুনুল হক বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট দিলে জুলাই বিপ্লবের তাৎপর্য হীন হবে। তাই সংসদ নির্বাচনের আগে গণভোট দেওয়া জরুরি। জুলাই সনদ সফল হলে ১৯৭২ সালের সংবিধানের আসল মান বজায় থাকবে।” তিনি আরও বলেন, জুলাই সনদে ১৯৪৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের সব ইতিহাস লিপিবদ্ধ রয়েছে এবং জনগণকে এর পক্ষে অবস্থান নিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা শরীফ সাইদুর রহমান এবং সদস্য মাওলানা ওয়ালিউল্লাহ মাহমুদ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.