মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার ৬নং আদ্রা ইউনিয়ন পরিষদে মাল্টি-স্টেকহোল্ডারস প্লাটফর্ম (এমএসপি) গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এই সভায় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন আদ্রা ইউনিয়ন পরিষদের প্রশাসন দায়িত্বপ্রাপ্ত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইকবাল হোসেন। জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের সহায়তায় আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন মেলান্দহ উপজেলা উন্নয়ন সংঘের কল প্রকল্পের ম্যানেজার সুলতানা আক্তার।
এসময় বক্তব্য রাখেন জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের এফও মো. মিজানুর রহমান, এফও ফরহাদ হোসেন, এফও আরিফা আক্তার নাজু, বিশিষ্ট সাংবাদিক মো. রুহুল আমিন রাজু, উপসহকারী কৃষি কর্মকর্তা কাওছার হামিদ লিটন, সমাজসেবক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন মাহবুব, সাবেক ইউপি সদস্য ও জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি জামিল আহমেদ প্রমুখ।
বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, খাদ্যের পুষ্টিগুণ, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় উদ্যোগ শক্তিশালীকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় প্রয়োজন ও প্রেক্ষাপট বিবেচনায় ভবিষ্যৎ কার্যপরিকল্পনা নির্ধারণ করেন।

