মুন্সীগঞ্জ প্রতিনিধি
“সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক”— মন্তব্য করে মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, সুন্দর ও সমৃদ্ধ মুন্সীগঞ্জ গড়তে সংবাদকর্মীদের সহযোগিতা অপরিহার্য। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় জেলার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন জেলা প্রশাসক এবং তাদের কাছ থেকে মুন্সীগঞ্জের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চান। এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, “মুন্সীগঞ্জ আমার নিজের জেলার মতোই। এখানকার জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে। ২০২৬ সালের নির্বাচন আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
জেলা প্রশাসক সাংবাদিকদের সঠিক তথ্য উপস্থাপন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উল্লাহ (রাজস্ব) সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.