স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ ও ধ্বংস করা হয়েছে। একইসাথে অভিযুক্ত ইমরান হোসেন (৩৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮নভেম্বর) বিকালে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী (সড়াতলা) গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান। অর্থদন্ড প্রাপ্ত ইমরান হোসেন সড়াতলা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুদ করে খুচরা বাজারে সরবরাহ করে আসছিল ইমরান হোসেন-এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকালে বুড়িখালি ইটভাটা এলাকায় এক ভাড়া বাসায় অভিযান চালায় নড়াইল সদর সেনা ক্যাম্প। অভিযানে নিজেই নিষিদ্ধ পলিথিন মজুদের কথা স্বীকার করেন ইমরান। ঘরে প্রবেশ করতেই মেলে দুই ঘরভর্তি বিভিন্ন আকৃতির বস্তায় মজুদ করা প্রায় আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন। অভিযানে পরবর্তীতে যোগ দেয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ও পরিবেশ অধিদপ্তর।
এসময় পলিথিনগুলো জব্দ করা হয়। এসব পলিথিন খুচরা বাজারে ১৮০ টাকা কেজি দরে বিক্রি করেন বলে স্থানীয়রা জানান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মো. বদিউজ্জামান বলেন, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার করা হয়েছে। পরিবেশ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর পরিপন্থী হওয়ায় পলিথিন জব্দ ও ব্যবহার অনুপযোগী করে ধ্বংসের নির্দেশ দেয়া হয়েছে। নিষিদ্ধ পলিথিন সংরক্ষণের দায়ে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.