দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের উদ্যোগে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সব ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) জুয়েল মিয়া এবং ফার্মাসিস্ট রামপ্রসাদ গুহ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সব সরকারি হাসপাতালে রোগ নির্ণয়, ওষুধ সরবরাহ, রেডিওগ্রাফি সেবা, ল্যাব ব্যবস্থাপনা ও বিভিন্ন স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু এখনো তারা ন্যায্য মর্যাদা ও সমমানের বেতনগ্রেড থেকে বঞ্চিত। তাই তরুণ পেশাজীবীদের বৈষম্য দূর করে দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সরকারের প্রতি তারা জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.