আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চাহাটি কঠুটাকান্দী এলাকায় মাদরাসা মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে দোয়া-মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন, “মসজিদ মুসলিম সমাজের আত্মিক ও নৈতিক বিকাশের মূল কেন্দ্র। নতুন এই মসজিদ নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের ধর্মীয় শিক্ষা ও ইবাদতের জন্য আরও সুন্দর পরিবেশ তৈরি হবে। সরকার ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে এবং আমরা সবসময় জনগণের পাশে আছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, প্রধান শিক্ষক গোলাম রসুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ।
বক্তারা বলেন, মসজিদ নির্মাণ হলে এলাকার ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে। শিক্ষার্থীরাও একটি উন্নত পরিবেশে ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানের শেষে মসজিদ নির্মাণকাজের সফল সমাপ্তি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.