গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে একই গ্রামের এক স্কুলছাত্রের লাঠির আঘাতে পঞ্চম শ্রেণির ছাত্র ইয়াসিন শেখ (১২) নিহত হয়েছে। মঙ্গলবার রাতে দিগনগর ইউনিয়নের বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন বরইহাটি গ্রামের আশরাফ আলী শেখের ছেলে এবং বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, রাতে বাড়ির পাশের স্কুল মাঠে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ইয়াসিনের সঙ্গে একই গ্রামের জামাল শেখের ছেলে রিফাত শেখ, যিনি দশম শ্রেণির ছাত্র, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রিফাত লাঠি দিয়ে ইয়াসিনকে মারধর শুরু করে। মারধরের সময় লাঠি ভেঙে গেলে ভাঙা অংশ দিয়ে ইয়াসিনের ঘাড়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
পরে স্বজনরা তাকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
ওসি মোস্তফা কামাল আরও জানান, বুধবার ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনও মামলা দায়ের না হলেও প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত রিফাতকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

