ফরিদপুর প্রতিনিধি
সারা দেশের ন্যায় ফরিদপুরেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত করেছে। বুধবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তরুণ পেশাজীবীদের সম্মিলিত উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সারাদেশের হাসপাতালসমূহে কর্মরত রোগ নির্ণয়কারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মিস্টদের পদমর্যাদা তিন দশকেও ১১তম গ্রেডে আটকে রয়েছে। তারা দাবি করেন, প্রয়োজনীয় সব চাহিদা পূরণ করার পরও দীর্ঘ সময় ধরে এই বৈষম্য চলতে দেওয়া হচ্ছে।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে, দাবি আদায়ের লক্ষ্যে কঠোর কর্মসূচি ও কর্মবিরতির পথে যেতে হবে।
এ সময় সরকারি হাসপাতালের সকল মেডিকেল টেকনোলজি ও ফার্মিস্টরা ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.