জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে মনোবিজ্ঞান বিভাগ শিরোপা অর্জন করেছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে তারা গণিত বিভাগকে ৩৫ রানে পরাজিত করে।
ব্যাট ও বলের উভয় বিভাগেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ ফরিদ ফাইনাল এবং পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ম্যাচ শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন এবং রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ উপহার দেওয়ার জন্য উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। খেলাধুলা শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
ফাইনাল খেলা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক ড. মো. মোশাররফ হোসেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ অনেকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
এর আগে গ্রুপ পর্বে বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের চারটি দল অংশ নেয়। সেখানে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে মনোবিজ্ঞান ও গণিত বিভাগ ফাইনালে ওঠে।

