বাগেরহাট প্রতিনিধি
“শিক্ষিত মা একটি সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ঐতিহ্যবাহী গোটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন খানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ বরকত আলী এবং বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ও বিশিষ্ট সংবাদকর্মী সোহেল রানা বাবু। এছাড়া উপস্থিত ছিলেন গোটাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেবী রানী দাস, মুক্ষাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চ্যাটার্জী, অভিভাবক মো. মাসুম বিল্লাহ ও মো. মানিক মিয়াসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আ. রাজ্জাক মিঠুল, শিক্ষক সদস্য পলাশী খানম, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, মো. খায়রুল বাশার, শুভ্রা বালা, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মানস কুমার পাল ও পবন কুমার দাস, অভিভাবক হেমায়েত হোসেন হিমু, মো. মহাসীন হাসান, মোজাফফর হাসান, মো. জাহিদুর রহমান ডাকুয়া, মোজাফফর হোসেন মুজু, শেখ জাহিদুর রহমান, আ. মান্নান, মো. কাবুলসহ বিপুল সংখ্যক অভিভাবক।
বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় ঘোষিত “ভিশন ২০৩০” বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় শিক্ষানুরাগী এবং বিশেষ করে মা/অভিভাবকদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান। সমাবেশটি অভিভাবক ও বিদ্যালয়ের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.