কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় “দক্ষিণে গ্যাস দেবেন না: গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্ম দিবস-২০২৫” উপলক্ষে নৌবহর কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়ার আন্ধার মানিক নদীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত নৌবহরে অংশগ্রহণকারীরা নৌকা র্যালি, স্লোগান, ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ ও নাজমুস সাকিবসহ অন্যান্য বক্তারা অংশগ্রহণ করেন। তারা এই উপকূলীয় এলাকায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও এলএনজি টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান এবং ফসিল জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান।
নৌবহরটি আন্ধারমানিক নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে প্রতিবাদ কর্মসূচী সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.