দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিতকরণ, সকল আন্তঃনগর ট্রেনে আসনসংখ্যা বৃদ্ধি, রেলস্টেশনে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন এবং ঝুঁকিপূর্ণ রেলগেট সম্প্রসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের উদ্যোগে রেলস্টেশন প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন—পেশাজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, উপজেলা আমীর হাফিজুর রহমান, যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী সহ আরও অনেকে। তারা জানান, বিরামপুর উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন। এখানে এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি না থাকায় যাত্রীরা অন্য স্টেশনে গিয়ে টিকিট সংগ্রহ করতে বাধ্য হচ্ছে এবং নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা রেলস্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার প্রদর্শন করেন এবং একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি জমা দেন। নেতৃবৃন্দ সতর্ক করে জানান, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন, গণস্বাক্ষর কর্মসূচি ও রেলঘেরাসহ কঠোর কর্মসূচি নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.