এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় পল্লী বিদ্যুতের লাইন কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দু’জন আহত হয়েছেন।
ঘটনার পর ওই বাড়ি থেকে বিদ্যুতের লাইনসহ মিটার অপসারণ করেছেন আশাশুনি পল্লী বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বুধহাটা পেট্রোল পাম্পের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বুধহাটা বাজারে পেট্রোল পাম্প সংলগ্ন তাইজুল ইসলামের পুত্র সাদ্দাম হোসেনের বাড়িতে বিদ্যুতের বকেয়া টাকা আদায় করতে যান পল্লী বিদ্যুতের লাইন ম্যান মোহাম্মদ আতিকুর রহমান (৩৫)। এ সময় সাদ্দাম হোসেনের বাড়ি ও দোকানে ৮ থেকে ১০ টা করে বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে উভয়পক্ষ বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে বিদ্যুত কর্মী ও সাদ্দাম পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হলে উভয়কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) সকালে প্রশাসনের উপস্থিতিতে সাদ্দাম হোসেনের বাড়ি ও দোকান থেকে বিদ্যুৎ লাইন অপসারণ করেন পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা-কর্মীবৃন্দ।
বুধহাটা পল্লী বিদ্যুত সমিতির এজিএম কুমুদ রঞ্জন দেবনাথ বলেন, ঘটনার দিন আমার লাইন ম্যান সাদ্দাম হোসেনের কাছে বকেয়া টাকা আদায় করতে গেলে তার উপরে হামলা করে। বর্তমান সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আরেফিন বলেন, বিদ্যুতের লাইনম্যান ও গ্রাহকের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’জন আহত হয়েছে। বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে এজাহার দায়ের হয়েছে। তদন্ত-পূর্বক
ব্যবস্থা নেয়া হবেন বলে জানান তিনি।

