বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পৌর এলাকার হযরত বেলাল রাদিআল্লাহু নুরানী হাফিজিয়া ও কওমী মাদ্রাসায় এ উপলক্ষে ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন
শরীফ বিতরণ করা হয়। মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি , ইমরান হোসাইন , সহ সাংগঠনিক সম্পাদক আবু নাছির, সাবেক সদস্য রাজিব আহামেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী নাজমুল হাসান নয়ন, যুগ্ম আহবায়ক জনি সরকার, যুগ্ম আহবায়ক, আব্রাহাম লিংকন, ছাত্রনেতা, আবু রাসেল পলাশ, বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঈন সরদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক , সিয়াম সিদ্দিকী, যুগ্ম আহবায়ক, নাদিম হোসেন, কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আখিব, সহ-সভাপতি আশরাফুল আলম , সাধারণ সম্পাদক লাদেন আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম, বগারচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ, নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান ও পৌর উলামা দলের সভাপতি, সাধারণ সম্পাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রদলের ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানান মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীরা।

