আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলায় কার্যরত বিভিন্ন এনজিওর অংশগ্রহণে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, পিআইও আকরাম হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুস সালাম, সমাজ সেবা কার্যালয়ের প্রতিনিধি এবং ব্র্যাক, বারসিক, আইডিয়াল, ইএসডিও, জেজেএস, ডিএসকে, রূপান্তর, ফ্রেন্ডশীপ, সাজেদা ফাউন্ডেশন, সুশীলন, উদারতা, ন্যাজারিন মিশন, কডএইড, উন্নয়ন প্রচেষ্টা, কার্টার সেন্টারসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় এনজিও উত্তরণ তাদের ৬টি প্রকল্পের কার্যক্রম ভিডিও স্লাইডের মাধ্যমে উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, রেমাল ঘূর্ণিঝড়ের সময় ৩,৬৫০ পরিবারকে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে দুর্যোগ দেখা দিলে পুনরায় সহায়তা দেওয়া হবে। এছাড়া তারা বাঁশের সাঁকো মেরামত, ভাসমান সেতু নির্মাণ, বেড়িবাঁধ মেরামত, দুটি আরএও ও চারটি পিএসএফ সরবরাহ, বিদ্যালয়ে দুটি মিনি আরএও স্থাপনসহ মোট ১১৭ জনকে আয়মূলক কার্যক্রমে সহায়তা করেছে।
উত্তরণের প্রকল্প সমন্বয়কারী নাজমা আক্তার এসইউআরএফ-আইটি, এসিসিইএসএস, সিএএ, এলএএনডি ডব্লিউএপিইআর এবং জলবায়ু পরিবর্তনের ফলে সাতক্ষীরা অঞ্চলে নিরাপদ পানি নিশ্চিতকরণের প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সিএআরই প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এসিএফ) খালেদা হাসান মুন সিএআরই প্রকল্পের কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.