হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি-সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও যুবদল নেতার মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একে কেন্দ্র করে উভয় পক্ষ পৃথক সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।
গত সোমবার (১৮ নভেম্বর) বিকেলে হালুয়াঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পূর্বধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন। তিনি দাবি করেন, মহিলা মার্কেটের ভেতরে জমিজমা–সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন হীরা তার ওপর অশালীন আচরণ করেন এবং মারধরের চেষ্টা করেন।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের আম্বিয়া প্যালেসে পাল্টা সংবাদ সম্মেলন করেন সাজ্জাদ হোসেন হীরা। লিখিত বক্তব্যে তিনি প্রধান শিক্ষিকার উত্থাপিত সব অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।
লিখিত বক্তব্যে হীরা বলেন, “রেহেনা পারভীন আমার নামে চরম ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। তিনি আমার সামাজিক অবস্থান ক্ষুণ্ন করতে সংবাদ সম্মেলন করেছেন।” ঘটনাদির বিবরণ দিতে গিয়ে তিনি আরও বলেন, “গত ১৭ নভেম্বর সন্ধ্যার আগে আমি মহিলা মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকলে রেহেনা পারভীন অতর্কিতভাবে আমার ওপর চড়াও হন এবং গালিগালাজ করতে থাকেন। এমনকি তিনি আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন এবং বারবার টুল তুলে আঘাত করার উদ্দেশ্যে এগিয়ে আসেন। সেখানে উপস্থিত সিরাজ উদ্দিন মাঝখানে দাঁড়িয়ে আমাকে রক্ষা করেন।”
সংবাদ সম্মেলনে তিনি রেহেনা পারভীন ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তুলে ধরেন। পাশাপাশি রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ করেন।
সাজ্জাদ হোসেন হীরা ঘটনাটি তদন্ত করে সত্য উদঘাটনে উপজেলা প্রশাসনের কাছে দাবি জানান।

