আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা সদর ক্লাবের আয়োজনে আধুনিক দেবহাটার রুপকার জমিদার ফণীভূষণ মন্ডলের তিরোধান দিবসে তার স্মরনে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর ) রাত সাড়ে ৭টায় ক্লাব চত্বরে আয়োজিত উক্ত স্মরনসভায় সভাপতিত্ব করেন সদর ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ও দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।
শুরুতে জমিদার ফণীভূষণ মন্ডলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্রোড়পত্র উন্মোচন করেন সদর ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু। স্বাগত বক্তব্য রাখেন ফণীভূষণ মন্ডলের বংশধর সাতক্ষীরা সদর উপজেলার সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সদর ক্লাবের কর্মকর্তা আর.কে.বাপ্পা এবং প্রধান শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরনসভায় আধুনিক দেবহাটা গড়ার রুপকার ফণীভূষণ মন্ডলের এই এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আলী, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটার সন্তান সাবেক পুলিশ ইন্সপেক্টর আবুল কালাম, সমাজসেবক আনারুল ইসলাম আনু, সমাজসেবক ও ফনীভূষন মন্ডলের বংশধর ডাঃ দেবপ্রসাদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিমসহ বিভিন্ন সামাজিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ক্লাবের সাহিত্য সম্পাদক রফিকুল ইসলাম আব্বাস ও সাবেক পুলিশ সদস্য মাহবুবুল আলম বাচ্চু ফণীভূষণ মন্ডলের স্মরনে স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
বক্তারা এসময় ফণীভূষণ মন্ডলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেবহাটা থানা, দেবহাটা পৌরসভা, দেবহাটা সরকারী হাইস্কুল, দেবহাটা ফুটবল মাঠ, দেবহাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ অসংখ্যা স্থাপনা নির্মান করা ও তৎকালীন সময়ে এই এলাকার মানুষদের কল্যানে তার কর্মময় জীবনের উপর বিষদ আলোচনা করেন ও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.