জামালপুর প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ আয়োজন করে জামালপুর জেলা বিএনপি।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন বক্তব্য রাখেন।
এ সময় অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, লন্ডনে অবস্থান করেও তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ভূমিকা রেখেছেন। গণঅভ্যুত্থানের পর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশায় দেশবাসী এখন জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তিনি আরও বলেন, অচিরেই তারেক রহমান দেশে ফিরে এসে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে নেতৃত্ব দেবেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে শহরের চালাপাড়ায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের দুই শতাধিক বুদ্ধি প্রতিবন্ধী শিশু-কিশোরের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.