একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা দেড় কোটি টাকার বেশি ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি ও পাশের সুরমা নদী থেকে মালিকবিহীন অবস্থায় ১ টি ইঞ্জিন নৌকা, ভারতীয় এসব শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, অভিযানে ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি পিস ও বিভিন্ন ধরনের ১৯৫ পিস কসমেটিক্স জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।
এদিকে ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ করা সম্ভব হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারীরা।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘মঈনপুর গ্রাম থেকে ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স জব্দ করা হয়েছে। জব্দকৃত সকল মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।’

