Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ভারতীয় শাড়ি থ্রি পিস কসমেটিক জব্দ 

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা দেড় কোটি টাকার বেশি ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি ও পাশের সুরমা নদী থেকে মালিকবিহীন অবস্থায় ১ টি ইঞ্জিন নৌকা, ভারতীয় এসব শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, অভিযানে ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি পিস ও বিভিন্ন ধরনের ১৯৫ পিস কসমেটিক্স জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।

এদিকে ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ করা সম্ভব হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে চোরাকারবারীরা।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘মঈনপুর গ্রাম থেকে ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স জব্দ করা হয়েছে। জব্দকৃত সকল মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।’

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।