নোয়াখালী প্রতিনিধি
আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন সাফল্যের স্বীকৃতি পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা বিষয়ক স্বনামধন্য সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ২০২৬ সালের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংয়ে নোবিপ্রবি বিশ্বব্যাপী ৫০১–৬০০ অবস্থান এবং বাংলাদেশে ৭ম স্থান অর্জন করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) টিএইচই তাদের ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে।
এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “এটি নোবিপ্রবি পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল।” তিনি বিশ্ববিদ্যালয়ের এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। উপাচার্য আরও বলেন, এই র্যাঙ্কিং প্রমাণ করে নোবিপ্রবি গবেষণা, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনে ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে এবং বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ইরাসমাস প্লাস উদ্যোগ, দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা সহযোগিতা চুক্তি এবং গবেষণানির্ভর নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে নোবিপ্রবি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে স্থিতিশীল অবস্থান নিশ্চিত করেছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়কে আরও গবেষণাকেন্দ্রিক, উদ্ভাবনমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০২৬ সালের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিংয়ে ৯৪টি দেশ ও অঞ্চলের ৯১১টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম, আর বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এশিয়ায় প্রথম হয়েছে নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর এবং ইউরোপে ওয়াজেনিনজেন ইউনিভার্সিটি অব রিসার্চ, নেদারল্যান্ডস।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.