আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামে নিখোঁজের কয়েক ঘণ্টা পর আট বছরের শিশু জায়েন মোল্লার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) দুপুরে মিন্টু মেম্বারের বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জায়েন দুই সন্তানের জনক পলাশ মোল্লার ছেলে। পলাশের আরও এক সন্তান অষ্টম শ্রেণিতে পড়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, জায়েন মোল্লা (৮) স্থানীয় জাবেদ পারভেজ কিন্ডারগার্টেন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘসময় না ফিরলে স্বজনরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
জায়েনের সন্ধানে এলাকায় মাইকিং করা হয় এবং স্থানীয়রা দলবদ্ধভাবে অনুসন্ধানে নামেন। মিন্টু মেম্বার জানান, গ্রামবাসী বিভিন্ন দিকে খোঁজার সময় প্রায় দেড়টার দিকে তার বাগানের ভেতরে পড়ে থাকা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
জায়েনের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন। অনেকেই ধারণা করছেন, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে চলমান বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তাদের দাবি—এ ঘটনার পেছনে উদ্দেশ্যমূলক কোনো কারণ থাকতে পারে।
ঘটনা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। শিশুটির মৃত্যু অত্যন্ত সংবেদনশীল বিষয়। কী কারণে এমনটি ঘটেছে, তা যাচাই করা হচ্ছে। গ্রামের পূর্বের বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার দিকগুলোও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। খুব দ্রুতই ঘটনার সত্যতা উদ্ঘাটন করা হবে।”
তিনি আরও বলেন, “যে-ই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। আমরা সব দিক খতিয়ে দেখছি।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.