মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় “বিকেন্দ্রীকৃত পরিদীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি” বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালাটি আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় কর্মসূচি বাস্তবায়িত হয়।
কোর্স সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। বিশেষ অতিথি ছিলেন এভিসিবি-৩ প্রকল্পের যশোর জেলা ম্যানেজার অ্যাডভোকেট মহিতোষ কুমার রায়, ইউআরটি সদস্য ও বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, মনিরামপুর প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আবদুর রাজ্জাক ও আকতার ফারুক মিন্টু।
উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, মাঠপর্যায়ের প্রতিনিধি ও সংবাদকর্মীরা প্রশিক্ষণে অংশ নেন। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অনুপম কুমার ঘোষ এবং রোকেয়া খাতুনের যৌথ সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শেষে গ্রাম আদালতের প্রয়োজনীয় ফরম-ফরমেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নাসহ অতিথিরা।
প্রশিক্ষণে জানানো হয়—এ উদ্যোগের ফলে স্থানীয় সরকার কর্মকর্তা-কর্মচারীরা আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি, কাজের মানোন্নয়ন এবং নাগরিক সেবায় গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবেন। ভবিষ্যতে আরও কর্মশালা, মাঠ পর্যায়ের অডিট ও মনিটরিং কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, স্থানীয় বিরোধ নিস্পত্তিতে মনিরামপুর উপজেলার গ্রাম আদালত ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.