যশোর প্রতিনিধি
যশোরে বিজিবি ও পুলিশের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিজিবি সদস্য আবুল বাসার বিশ্বাস (৫৫)-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের নুর আলী বিশ্বাসের ছেলে। মামলাটি দায়ের করেছেন যশোর সদর উপজেলার সাতমাইল মথুরাপুর গ্রামের ইসমাইল হোসেন (৬৩)।
অভিযোগটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযুক্ত আবুল বাসারের বিরুদ্ধে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযোগে ইসমাইল হোসেন উল্লেখ করেন, আবুল বাসার পূর্বপরিচিত হওয়ার সুবাদে তাকে প্রস্তাব দেন যে, তিনি ইসমাইলের ছেলেকে বিজিবি-তে চাকরি দিতে পারবেন। এর জন্য ৭ লাখ টাকা দেওয়া প্রয়োজন। প্রস্তাবে রাজি হয়ে ইসমাইল প্রথমে সাড়ে তিন লাখ টাকা দিতে সম্মত হন এবং চাকরি হওয়ার পর বাকি টাকা দেওয়ার আশ্বাস পান।
২০১৮ সালের ১ জুন সাক্ষীদের উপস্থিতিতে আবুল বাসার সাড়ে তিন লাখ টাকা গ্রহণ করেন এবং দুই মাসের মধ্যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। চাকরি না হলে টাকা ফেরত দেওয়ার কথাও বলেন। কিন্তু নির্ধারিত সময়ে চাকরি না হওয়ায় কয়েক বছর অতিবাহিত হয়।
এরপর আবুল বাসার নতুনভাবে প্রস্তাব দেন যে, তার এক ছেলে পুলিশে চাকরি করছে, প্রয়োজনে বাদীর ছেলেকে সেখানে চাকরি করিয়ে দিতে পারবেন। কিন্তু তাতেও কোনো অগ্রগতি হয়নি। পরে তিনি জানিয়েছেন, চাকরিও দেবেন না, টাকা ফেরতও দেবেন না এবং বললেন, পারলে আদালতের মাধ্যমে আদায় করুন।
বাধ্য হয়ে ইসমাইল হোসেন আদালতে মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.