ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সরাইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন বীর নিবাস প্রকল্পে অনিয়ম ধরা পড়ায় কাজ স্থগিত করেছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সরকার।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের তিনটি বীর নিবাসের মধ্যে দুইটি নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই কাজ পরিদর্শন করেন ইউএনও ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। পরিদর্শনের সময় দেখা যায়, ছাদের রডের প্লেসমেন্ট অনুমোদিত প্রাক্কলনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। অনিয়মের কারণে ইউএনও তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কাজ বন্ধের নির্দেশ দেন।
জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে সরাইল উপজেলায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন বীর নিবাস প্রকল্পের কাজ মেসার্স রেনু বিল্ডার্স, সদর, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক লট নং ০৩ এ দায়িত্বে নেওয়া হয়েছিল।
কাজ বন্ধ করার বিষয়টি ইউএনও আবু বক্কর সরকার তাঁর ফেসবুক আইডি (UNO SARIAL) থেকে জনসাধারণের সঙ্গে শেয়ার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.