কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাঙ্গাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে লালমোন নেছা (৫৫) নামে এক নারী আহত হয়েছেন। তিনি কোটালীপাড়া উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলি সরদারের স্ত্রী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙ্গাড়ি টুকিয়ে আনতে গিয়ে তিনি রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্ট থেকে প্রায় ২৫–৩০ ফুট দূরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হাতে থাকা টোকানো মালামালের সঙ্গে গোলাকৃতির একটি বস্তু ভুলবশত নাড়াচাড়া করার ফলে তা বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের ২–৩টি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
হোটেল মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির জানান, তিনি প্রচণ্ড শব্দ শুনে বাইরে গিয়ে দেখেন মহিলা আহত হয়েছেন। আহতকে দ্রুত কোটালীপাড়া ১০০ শয্যার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
কোটালীপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. আবির আহম্মেদ জানান, ককটেল জাতীয় কিছু বিস্ফোরণের কারণে ওই নারী আহত হয়েছেন। তার অবস্থা গুরুত্বপূর্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি খন্দোকার হাফিজুর রহমান আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, তারা ঘটনা তদন্ত করছেন এবং আহত নারী বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.