খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুরো আয়োজনটি ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং নারী কর্মী–সমর্থকদের উপস্থিতিতে প্রাণবন্ত।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমীর ও খুলনা-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
তিনি বলেন, “সুস্থ রাজনীতি ও নৈতিক সমাজ ব্যবস্থায় নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারকে সঠিক পথে পরিচালনা করতে পারলে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, যুব বিভাগীয় সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরীর সাবেক সভাপতি মুকাররম বিল্লাহ আনসারী। তিনি বলেন, “নারীর শিক্ষা, মর্যাদা ও আত্মমর্যাদা নিশ্চিত করাই সমাজ সংস্কারের ভিত্তি।”
সমাবেশে আরও বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার আমীর মাওলানা সেখ হাফিজুর রহমান এবং উপজেলা সেক্রেটারি
মোঃ নাহিদ হাসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫নং তেরখাদা ইউনিয়ন শাখার আমীর আব্দুস সামাদ লিটন। পরিচালনা করেন মাওলানা মাসুদুর রহমান।
সমাবেশে উপস্থিত ছিলেন—সাজ্জাদুর রহমান রাসেল, হাফেজ আব্বাস মোল্লা, আবুল হাসান, লিয়াকত আলী, আব্দুল্লাহ বুদ্দি, আবু তালেব শিকদার, নূর মোহাম্মদসহ স্থানীয় নেতাকর্মীরা।
মহিলা বিভাগের ইউনিয়ন সভানেত্রী তাসলিমা বেগমের সার্বিক তত্ত্বাবধানে সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা নেত্রী নাসরিন সুলতানা, রাহিমা বেগম, রোজিনা বেগম, শাহনাজ বেগম, রাজিয়া বেগম, তাহেরা বেগম, রেহানা বেগম, মাহমুদা বেগম, ফাতেমা বেগমসহ নারী সদস্যরা।
সমাবেশে নৈতিক শিক্ষা, পরিবারভিত্তিক মূল্যবোধ, সামাজিক শান্তি ও উন্নয়নসহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

