খুলনা প্রতিনিধি
খুলনার আদালত চত্বর থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলের দিকে এ বস্তুটি উদ্ধার করা হলে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আদালতে অবস্থানকারী আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষও দ্রুত এলাকা ত্যাগ করে।
খুলনা থানার উপপরিদর্শক (এসআই) পার্ডন কুমার সিংহ জানান, বিকেল ৪টার পর আদালত এলাকা থেকে ককটেল সদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারপাশ লাল দড়ি দিয়ে ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে কাউকে ভেতরে প্রবেশ বা বাইরে যেতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, “বস্তুটি দেখতে ককটেলের মতো। খবর পাওয়ার পর এলাকায় আতঙ্ক তৈরি হয়। আদালতে যারা এসেছিলেন, তারা দ্রুত জায়গা ছেড়ে বের হয়ে গেছেন। নিরাপত্তার জন্য পুরো এলাকা নিয়ন্ত্রণে রাখা হয়েছে।”
এদিকে র্যাব-৬ এর বোমা ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআই পার্ডন। দলটি বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ঘটনাস্থলে থাকা পুলিশের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অতিরিক্ত ডিউটি, লোকবল সংকট ও টানা দায়িত্ব পালনের কারণে আমরা নিয়মিত অভিযান চালাতে পারছি না। এর ফলে খুলনায় একের পর এক অপরাধ ও দুর্ঘটনার ঘটনা বেড়ে যাচ্ছে।”
ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আদালত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আশঙ্কা দূর করতে এলাকাটি নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.